পিটার ডি হাসের বিরুদ্ধে আপত্তিপত্র দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৩

বিদেশি কূটনীতিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলাকে পছন্দের চোখে না দেখলেও এখনো মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বিরুদ্ধে কোনও আপত্তিপত্র ওয়াশিংটনে পাঠায়নি সরকার।

বুধবার (৮ নভেম্বর) পিটার ডি হাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রাষ্ট্রদূত সবারই আচরণ, কথাবার্তা, অভিব্যক্তি, এমনকি লেখালেখিও সহনীয় হওয়ার প্রয়োজন আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনও রাষ্ট্রদূতই যতো সীমা লঙ্ঘন করুক না কেনএটা রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন।  তিনি বলেন, অতীতে কিছু রাষ্ট্রদূতকে একা ডেকে তাদের কার্যপরিধির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যে যোগাযোগ হয়েছেএর আগেও একাধিকবার তারা বলেছেন, নির্বাচন খুব কাছে এবং নির্বাচনের আগে তারা সতর্ক থাকবেন। ছয় মাস আগে যে কথা বলেছেন, সেটা এখন আবার বললে তার প্রভাব কিন্তু অনেক বেশি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোনও রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো দুঃখজনক। তবে সরকারের কাছে অন্য উপায় না থাকলে যেটা সঠিক, সেটি করতে হবে। তিনি জানান, বিদেশি কুটনীতিকদের কথা বলার সংস্কৃতিটা বাংলাদেশে আছে অনেক দিন থেকে। কিন্তু আমরা চাই সংস্কৃতি থেকে তারা সরে আসবেন। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর