দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৩

বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদের কথা এদেশের মানুষ ভোলেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা আবারও নতুনভাবে শুরু করেছে। নতুনভাবে দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে।

বুধবার ( নভেম্বর) স্মার্ট অন স্ট্রিট পার্কিং পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনের পর এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নষ্ট করছে মানুষের জীবনযাত্রা। সম্পদ ধ্বংস এবং মানুষ হত্যা করছে। তিনি জানান, তারা শুধু এ দেশের মানুষ হত্যা করে না, বিদেশিদেরও হত্যা করে। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু, মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর