প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। চিঠিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারসহ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে- এমন সব স্বেচ্ছাচারী গ্রেফতার বন্ধের আহবান জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহবান জানানো হয়েছে। খবর: এএফপি।

 

গত নভেম্বর পাঠানো চিঠিতে হাইকমিশনার বলেন, আমি তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি যেন দেশের বাইরে জরুরি বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন। খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর