মন্তব্য
ফাইল ছবি
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) শুনানির দিন পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।
তার আগে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পেছানোর আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করছেন। আর আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড মোহাম্মদ আশরাফ উজ জামান খান।
এ আবেদন শুনানির দিন ৯ নভেম্বর ধার্য ছিলেন। ২ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
২০১৭ সালের ডিসেম্বরে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আলোচিত মামলা সেই থেকে রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।
বিডি/এন/এমকে