স্নাতক পাসে সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

International
০৯ নভেম্বর ২০২৩

বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না। বিশ্ববিদ্যালয় পাস করা নবীন স্নাতকরা আবেদন করতে পারবেন।

তবে বিবিএ, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও লোকপ্রশাসন বিষয়ে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

 বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

নির্বাচিত প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। এর মধ্যে প্রথম বছরে বেতন ৫৫ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে বেতন ৬০ হাজার টাকা। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি হবে এবং বেতন হবে ৭৫,০০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৩।

 


মন্তব্য
জেলার খবর