সাতক্ষীরায় সোনার ১০ পিস বারসহ আশরাফুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকালে তাকে ভোমরা স্থল বন্দরের পাশ থেকে আটক করা হয়।
আশরাফুল ইসলাম সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে। তিনি সোনা চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, সোনার একটি চালান ভারতে পাচার হচ্ছে- এমন খবর পেয়ে ভোমরা স্থলবন্দরের বাঁশকল এলাকায় অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় আশরাফুল নামে বাইসাইকেল আরোহীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে সোনার ১০টি বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৪১০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে