একনেকে ৪৪ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)র বৈঠকে ৪৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ ধরা হয়েছে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা।

বৃহস্পতিবার ( নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে এটাই একনেকের শেষ বৈঠক।

 

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলো অনুমোদন দেওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম মান্নান। প্রকল্পগুলোর বরাদ্দের অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ১২৩ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে হাজার ৫৮৯ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে হাজার ৬৩৯ টাকা ধরা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর