রোববার ও সোমবার ফের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৩

আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ঘণ্টা সারাদেশে সর্বাত্বক অবরোধ ডাকা হয়েছে। বিএনপিসহ সমমনা গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি ১২ দলীয় জোট আলাদাভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপি থেকে অবরোধের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চলতি সপ্তাহে দুদফা অবরোধ ডাকে বিএনপিসহ সমমনা দলগুলো। রোববার ও সোমবার অবরোধ পালনের পর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডাকা হয়।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেওয়ার সময় রিজভী বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপির দাবি তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও নির্বাচন কমিশন পূনগঠনের মধ্য দিয়ে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করা।

 

বিডি/আরডি


মন্তব্য
জেলার খবর