আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ঘণ্টা সারাদেশে সর্বাত্বক অবরোধ ডাকা হয়েছে। বিএনপিসহ সমমনা গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি ও ১২ দলীয় জোট আলাদাভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি থেকে অবরোধের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চলতি সপ্তাহে দুদফা অবরোধ ডাকে বিএনপিসহ সমমনা দলগুলো। রোববার ও সোমবার অবরোধ পালনের পর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডাকা হয়।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেওয়ার সময় রিজভী বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপির দাবি তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও নির্বাচন কমিশন পূনগঠনের মধ্য দিয়ে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করা।
বিডি/আরডি