ইসির প্রস্তুতিতে রাষ্ট্রপতির সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনকে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রস্তুতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার ( নভেম্বর) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের গেটে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বঙ্গভবনে যান সিইসির নেতৃত্বাধীন ইসি। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেন তাঁরা।

সিইসি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি। এটা রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সরকার, সব রাজনৈতিক দলও জনগণের সহযোগিতা ইসি নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছে বলেও তাঁকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির আশা এ নির্বাচন অবাধ, নিরপেক্ষ সুন্দর সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে হবে। ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তিনি করার আশ্বাস দিয়েছেন।

সিইসি বলেন,নির্বাচনর সম্ভাব্য সময়সূচি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করবো, বলেন কাজী হাবিবুল আউয়াল।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর