মন্তব্য
দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আবারো দেশে আগুনে পোড়ানোর খেলা শুরু হয়েছে। যারা আগুন দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। বর্ধিত মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের কাজ করার আহ্বান জানান এ সময় প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে