পার্কিং করার সময় দুরপাল্লার বাসের চাপায় মোফাজ্জল হোসেন মোফা নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন শরিফুল ইসলাম নামের এক ডিম ব্যবসায়ী, ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মোটরসাইকেলসহ একাধিক দোকান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৬টার দিকে পাবনার চাটমোহরে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোফাজ্জল হোসেন মোফা শহরের আফ্রাতপাড়া মহল্লার শমসের আলীর ছেলে। সংসারে তার স্ত্রীর পাশাপাশি এক ছেলে ও মেয়ে রয়েছে। শরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা আজাহার আলীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা আকাশ।
এলাকাবাসী জানায়, ঢাকা-চাটমোহর চলাচলকারী শাহজাদপুর ট্রাভেলস কোম্পানির একটি বাস তাদের পার্কিং জোনে নেওয়া হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারায় চালকের আসনে থাকা চালকের সহকারি। তখনই দুর্ঘটনা ঘটে। মোফাকে চাপা দেওয়ার পাশাপাশি বাসটির সামনের অংশ দোকানে আঘাত হানে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
বিডি/সি/এমকে