ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩

ফরিদপুরে বিলকিস বেগম (৬০) নামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৫ জন।

বৃহস্পতিবার ( নভেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত ১৭৫ জন গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৬০ জন।

তিনি জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ২১ হাজার ৭৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে। তারপরও সতর্ক থাকতে হবে সবাইকে।

 

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর