বিদ্যুৎ ও পানি খাতে আর ভুর্তকি দিতে চাচ্ছে না সরকার। চায় ধীরে ধীরে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে। পাশাপাশি যাদের আয় বেশি তাদেরও ভর্তকির সুবিধা আর দিতে চাচ্ছে না। এ জন্য এলাকাভিত্তিক ও আয়ভিত্তিক বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এ নির্দেশ দেওয়ার তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এদিনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী ।
প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী জানান- যাদের আয় বেশি, তারাও গরিব মানুষের মতো ভুর্তকি সুবিধা ভোগ করছেন। এটা ঠিক নয়। গরিবের জন্য ভর্তুকি মূল্য অব্যাহত থাকবে। কিন্তু যাদের আয় বেশি, তাদের বেশি দামে বিল দিতে হবে।
এমএ মান্নান বলেন, পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় পানি ও বিদ্যুতের দাম নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দাম নির্ধারণে ন্যয়বিচার নিশ্চিতের বিষয়টিও দেখার কথা বলা হয়েছে।
বিডি/এন/এমকে