মন্তব্য
আজ ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। দিবসটি উপলক্ষে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
১৯৮৭ সালে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে আজকের এ দিনে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে তাকে গুলি করে পুলিশ। তার আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানী ঢাকার গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।
বিডি/আরডি/এমকে