২৩ শতাংশ কমেছে তৈরি পোশাক রফতানি

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৩

 

যুক্তরাষ্ট্রের বাজারে গত ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। মূল্যের দিক থেকে ২৩ দশমিক ৩৩ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ২৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে।  এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক মালিক রফতানিকারক সমিতি (বিজিএমইএ)

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গেল জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২ দশমিক ৮১ শতাংশ কমেছে। আমদানি হয়েছে ৬০ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক। তার আগের বছর এ সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৮ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করে দেশটি। চলতি বছর সেটা কমে এসেছে দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। পরিমাণের দিকে থেকে আমদানি কমে দাঁড়িয়েছে দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের এই সময়ে  তাদের আমদানি ছিল দশমিক ৪৯ বিলিয়ন ডলার। শুধু বাংলাদেশ থেকেই নয়, পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন ভিয়েতনাম থেকে পোশাক আমদানি কমিয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৯০ শতাংশ ২৬ দশমিক ৫১ শতাংশ।


বিডি/ই/এমকে




মন্তব্য
জেলার খবর