যুক্তরাষ্ট্রের বাজারে গত ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। মূল্যের দিক থেকে ২৩ দশমিক ৩৩ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ২৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গেল জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২ দশমিক ৮১ শতাংশ কমেছে। আমদানি হয়েছে ৬০ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক। তার আগের বছর এ সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৮ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ৭ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করে দেশটি। চলতি বছর সেটা কমে এসেছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। পরিমাণের দিকে থেকে আমদানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের এই সময়ে তাদের আমদানি ছিল ২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। শুধু বাংলাদেশ থেকেই নয়, পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন ও ভিয়েতনাম থেকে পোশাক আমদানি কমিয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৯০ শতাংশ ও ২৬ দশমিক ৫১ শতাংশ।
বিডি/ই/এমকে