দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্চের মধ্যে দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী শক্তি ও গণতন্ত্রবিরোধী শক্তির কাছ থেকে এ চ্যালেঞ্জটা এসেছে। চোরা গুপ্ত হামলা চালিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হঠাতে চায় বিএনপি ।
শুক্রবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকার জিরো পয়েন্টে এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তার আগে সেখানে নূর হোসেন স্কয়ারে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের আরও বলেন- গণতন্ত্রকে অতীতে যারা বার বার আঘাত করেছে, তারাই এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে। আন্দোলনে ব্যর্থতার একপর্যায়ে অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। আন্দোলনে জনসম্পৃক্ততার অভাবে চোরাগোপ্তার দিকে নিয়ে গেছে। এর মাধ্যমে তারা বর্তমান সরকার এবং শেখ হাসিনাকে হঠাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়।
বিডি/আরডি/এমকে