নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শ্যামনগর থানায় জামায়াত ইসলামীর ৪ জন ও সাতক্ষীরা সদর থানায় বিএনপির একজন রয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আশরাফ দেওয়ানের ছেলে ও বিএনপি নেতা শফিকুল ইসলাম (৪০), শ্যামনগর থানার বৈকারী গ্রামের মৃত মিয়াজান শাহাজীর ছেলে ও জামায়াত সদস্য মো. বাবলু শাহাজী (৪০), জয়াখালী গ্রামের মৃত মোকছেদুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (৩৫), চুনকুড়ি গ্রামের আজগর মোড়লের ছেলে আনিছুর রহমান (৩৫) এবং কাশিমাড়ী গ্রামের মোজাম মোড়লের ছেলে শাহীন আলম (২৯)।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে