ঢাকায় ১৩ দিনে ৬৪ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর থেকে নভেম্বর- এ ১৩ দিনে রাজধানী ঢাকায় ৬৪টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় মোট ৬৪টি মামলা হয়েছে। এসব মামলায় শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার . খন্দকার মহিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ১২ জনকে আটক করেছে জনগণ এবং পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে পেট্রোল, গান পাউডার, দিয়াশলাই, তুলা, পুরানো কাপড় ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতিকারী মারা যান। বাসে আগুনের ঘটনায় একজন বাস শ্রমিক নিহত হয়েছেন।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর