ফাইল ছবি
বিএনপির চলমান আন্দোলন ও তাদের সম্ভাব্য চোরাগোপ্তা হামলার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, যেসব জায়গাগুলো তারা আক্রমণ করার সুযোগ পায়, সেসব জায়গায় উপস্থিতি জোরদার করতে হবে। পাশাপাশি যে ধরনের হামলা হতে পারে, ঠিক সেভাবে প্রস্তুত থাকতে হবে।
শুক্রবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
ওবায়দুল কাদের বলেন, দেশে সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। দেশে-বিদেশে বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতা চলছে। গত ২৮ অক্টোবর তাদের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। স্বাভাবিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখন তারা অস্বাভাবিক পথে চলতে শুরু করেছে। পুরনো স্বভাব সন্ত্রাসের রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের উপাদান আবার যুক্ত করেছে। মানুষ, বাস পুড়িয়ে তারা সরকার হটানোর সবশেষ হামলা চালিয়ে যাচ্ছে। এটা প্রকাশ্যে না পারলেও চোরাগোপ্তা হামলা করছে।
যৌথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বিডি/আরডি/এমকে