ফরিদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ১২শ’ রোগী

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩

ফরিদপুরে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে হতদরিদ্র ১২শ’ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়িতে ক্যাম্প হয়।

ক্যাম্পে পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়সহ বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। পরে রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে ক্যাম্পে উপস্থিত ছিলেন ফরিদপুর- আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিদাস চন্দ্র, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি  রিক্তা আক্তার, জেলা সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. আলামিন সরোয়ারসহ  আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর