শ্রীলংকার ক্রিকেটকে নিষিদ্ধ করেছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৩

শ্রীলংকার ক্রিকেটকে নিষিদ্ধ করেছে আইসিসি। শুক্রবার আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করায় তাদের বিষয়ে এ সিদ্ধান্ত হয়েছে। এদিকে বিশ্বকাপ যাত্রা শেষ করে শুক্রবারই বাড়ি ফিরেছে শ্রীলংকা ক্রিকেট দল।

বিধিনিষেধ লঙ্ঘন  সম্পর্কে বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন। সময়মতো স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।

জানা গেছে, স্থগিতাদেশ সরকারের হস্তক্ষেপের কারণেই দেওয়া হয়েছে। এর আগে জিম্বাবুয়ে ক্রিকেট এমন স্থগিতাদেশের মুখোমুখি হয়ছিল। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছিল।

ভারত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে লংকান পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেন। সেখানে গঠন করা হয় অন্তর্র্বতীকালীন নতুন কমিটি। যদিও ক্রীড়ামন্ত্রীর এ আদেশ বাতিল করে শ্রীলঙ্কার আপিল আদালত। কিন্তু বিষয়টি ভালো চোখে দেখেনি আইসিসি। এ নিয়ে শুক্রবার জরুরি সভায় বসে আইসিসি বোর্ড।

 

বিডি/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর