আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১-এ তার সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পর তাঁকে ক্ষমতায় আসতে না দেওয়ার কারণ জানিয়ে বলেন- আমি বঙ্গবন্ধুর মেয়ে, ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি না।
শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমাদের বিরোধী দল (বিএনপি) উন্নয়নটা চোখে দেখে না। চোখ থাকতে যারা অন্ধ তাদেরকে একটা পরামর্শ দিতে পারি- ঢাকায় একটা আধুনিক আই ইনস্টিটিউট করেছি, সেখানে চোখটা দেখাতে পারে। মাত্র ১০ টাকা লাগে, বেশি লাগে না। যারা আগুন দিয়ে পোড়ায়, তাদের চোখ না; মনই অন্ধকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে