মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৩

আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১-এ তার সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পর তাঁকে ক্ষমতায় আসতে না দেওয়ার কারণ জানিয়ে বলেন- আমি বঙ্গবন্ধুর মেয়ে, ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি না।

শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন কথা বলেন। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমাদের বিরোধী দল (বিএনপি) উন্নয়নটা চোখে দেখে না। চোখ থাকতে যারা অন্ধ তাদেরকে একটা পরামর্শ দিতে পারি- ঢাকায় একটা আধুনিক আই ইনস্টিটিউট করেছি, সেখানে চোখটা দেখাতে পারে। মাত্র ১০ টাকা লাগে, বেশি লাগে না। যারা আগুন দিয়ে পোড়ায়, তাদের চোখ না; মনই অন্ধকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর