মন্তব্য
কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে সমুদ্র বিধৌত জনপদ কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হলো।
কক্সবাজারে ঝিনুক আকৃতির আইকনিক রেলওয়ে স্টেশন থেকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে এ পথের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা এবং রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ রুটের সর্বনিম্ন ভাড়া মেইল ট্রেনে ১৮৮ টাকা আর আন্তঃনগর এসি বার্থে সর্বোচ্চ ভাড়া ১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত এ রেলপথের দৈনিক ১০০ দশমিক ৮৩ কিলোমিটার।
বিডি/এন/এমকে