মন্তব্য
নওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী কাজ শুরু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল থেকে সিংড়াডাঙ্গা সড়কে এ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলার আটটি ইউনিয়নে ৪০টি প্রকল্প বাস্তবায়িত হবে এবারের কর্মসৃজন কর্মসূচীর আওতায়। সব প্রকল্প মিলে প্রতিদিন ৯৭৭ জন শ্রমিক কাজ করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শুরুর দিনে কোদাল দিয়ে মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে