রাণীনগরে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী কাজ শুরু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩

নওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী কাজ শুরু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল থেকে সিংড়াডাঙ্গা সড়কে কাজের উদ্বোধন করা হয়।

উপজেলার আটটি ইউনিয়নে ৪০টি প্রকল্প বাস্তবায়িত হবে এবারের কর্মসৃজন কর্মসূচীর আওতায়। সব প্রকল্প মিলে প্রতিদিন ৯৭৭ জন শ্রমিক কাজ করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শুরুর দিনে কোদাল দিয়ে মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর