আটঘরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রীকে গলা টিপে হত্যা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়ায় একদন্ত নরজান আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা তার স্ত্রীকে  গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছ। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ দম্পতির বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম লিটন হোসেন, তিনি আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া নিয়ামতপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তার  স্ত্রীর নাম মুন্নী খাতুন, ‍তিনি একই উপজেলার চৌকিবাড়ী গ্রামের পিয়ারুল হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।

মুন্নী খাতুনের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে লিটনের সঙ্গে  মুন্নী খাতুনের বিয়ে হয়। মুন্নির মা জানান, লিটন নিয়মিত নেশা করে। নেশার টাকা ফুরিয়ে গেলে মেয়ের ওপর নির্যাতন করতো। ঘটনার রাতে আমার  মেয়েকে হত্যা করে ঘরের ছিকল আটকিয়ে লিটন পালিয়ে যায়। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।

আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানা, আশ্রয় প্রকল্পে বসবাসরত এক ব্যক্তি তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বিডি/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর