শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, র্যালী, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) শহরের শিক্ষা সংঘ প্রাথমিক বিদ্যালয় চত্বরে বার্ষিকী পালন করে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম।
মোহনা টেলিভিশনের নাটোর (উত্তর) প্রতিনিধি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়, পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব, কাউন্সিলর শফিকুল ইসলাম মল্লিকসহ ও শিক্ষক, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ দিকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত এবং মোহনা টেলিভিশনের সাফল্য কমনায় দোয়া করা হয়।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে