নওগাঁর ধামইরহাটে ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবলীগের স্থানীয় ৩ কর্মী গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বব) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা ও ব্রাক অফিসের মাঝপথে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল চালক চন্দ্রকোলা গ্রামের গোলজার হোসেন (৩৫), মাসুদ রানা (৪০) ও জোতরাম গ্রামের জহুরুল ইসলাম (৪০)। তারা সবাই যুবলীগ কর্মী। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে ধামইরহাটে আসছিলেন তারা।
আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনও আসমা খাতুন ও এসিল্যান্ড জেসমিন আক্তার সার্বক্ষণিক আহতদের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাগত ইউএনও আসমা খাতুন বেলা ১১ টার দিকে উপজেলা সদর থেকে জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনালের এসএসসি পরীক্ষা পরিদর্শনে যাচ্ছিলেন। পথে পিড়লডাঙ্গা ও ব্র্যাক অফিসের মাঝপথে তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থাকা ওই তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন বলেন, মোটরসাইকেলটিতে ৩ জন আরোহী খুব দ্রুত গতিতে আসছিল। আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের সার্বক্ষনিক খোজ খবর রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে করা হবে। ধামুইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
বিডি/সি/এমকে