মন্তব্য
অপরিষ্কার-অপরিছন্ন পরিবেশে খাদ্য তৈরির দায়ে নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ মোড়ের দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
জরিমানার সম্মুখীন দু’জন হচ্ছেন- মা মনি হোটেলের মালিক রফিকুল ইসলাম ও মোহনা হোটেলের মালিক রিয়াজ। এর মধ্যে রফিকুল ইসলামকে ৪ হাজার টাকা এবং রিয়াজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১১ নভেম্বর) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারি পরিচালক শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত বাজার মনিটরিং এবং সুপারভিশনকালে এ জরিমানা করা হয়। িপ্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (ইনচার্জ) আল-আমীন রহমান।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে