নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বিকালে সিএনবি ডাকবাংলো হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে এক আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি বকুল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল ফারুক বাবু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ফজলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি নইমুদ্দিন প্রমূখ।
বিডি/সি/এমকে