করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

১৭ মার্চ ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে আছেন তিনি। সোমবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা জানিয়েছেন, তার শরীরে আপাতত করোনার উপসর্গ নেই। তবে চিকিৎসাধীন রয়েছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি সব তথ্য জানিয়ে দিয়েছেন অনুরাগীদের। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে লিখেছেন, শরীর ভালোই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি। প্রার্থনা, শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।

নিউজ এইটটিন


মন্তব্য
জেলার খবর