১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশে

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩

রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় ২৭ প্লাটুনসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা টহল দেবেন। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, সরকার পতনের একদফা দাবিতে বিএনপ, জামায়াত সমমনা দলগুলোর আলাদাভাবে অবরোধ ডেকে আসছে। অবরোধে কিছু কিছু এলাকায় যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া বেতনবৃদ্ধির দাবিতে আন্দোলন করছে তৈরি পোশাক শ্রমিকরা। এসব কারণে যেন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর