মন্তব্য
১২ নভেম্বরকে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূলের জানমালের সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। রোববার (১২ নভেম্বর) কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালীর খোলপেটুয়া নদীর পাড়ে এ বিক্ষোভ হয়।
’৭০-এর ভোলা সাইক্লোনে মারা যাওয়া উপকূলবাসীর স্মরণে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ কর্মসূচি পালন করে কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট।
কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য মো. সাহাবুদ্দীন, সিডিও ইয়ুথ টিমের ইমরান হোসেন, এসএসএসটি'র সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, আলতাফ হোসেন, সাকিলা পারভীন প্রমুখ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে