অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে নির্বাচনের মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩

নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে আর নির্বাচন অফিসে দৌড়াতে হবে না প্রার্থীকে। অ্যাপসের মাধ্যমে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ জন্য অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) নামে একটা অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগমসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ অ্যাপ চালু করা হয়েছে।

এদিকে এ অ্যাপের সঙ্গে এদিনেস্মার্ট ইলেকশন ম্যানেজমেন্টনামের আরেকটি  অ্যাপ উদ্বোধন করে ইসি। এর ফলে কার ভোটার নম্বর কত, কোন কেন্দ্রে ভোট দিতে হবে- এগুলোর আর দরকার হবে না। জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাপটি অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুল হিসেবে ব্যবহার হবে।

অ্যাপ দুটি উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, অ্যাপে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম জানা যাবে। সব আসনের জয়ী এবং ভোট পড়ার শতাংশের হার জানা যাবে। এতে নির্বাচন কমিশন অধিকতর স্বচ্ছ জবাবদিহিতার মুখোমুখি হবে। প্রতিবেশী দেশ ভারতেও এরকম একটি সিস্টেম আগে থেকেই আছে বলে জানান তিনি।

ইসি আলমগীর জানান,  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্টঅ্যাপের মাধ্যমে প্রার্থীর সম্পর্কে সব তথ্য জানা যাবে। অ্যাপে প্রার্থীর সব তথ্য-প্রমাণ থাকবে। সেই সঙ্গে নির্বাচনে ভোটের বিষয় নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব থাকে, সেটাও দূর হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর