তফসিল ঘোষণার দিনে ইসি অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশন (ইসি) একতরফা তফশিল ঘোষণা করতে চাইলে তফশিল ঘোষণার দিন ইসি অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রাজধানী ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ইসলামী আন্দোলনের আমির জানান, একতরফা তফশিল ঘোষণা হলে তফসিল ঘোষণার পরের দিন জেলায় জেলায় ও মহানগরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হবে। সেই সঙ্গে আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন থাকবে তাদের। জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ করবে তারা। সংলাপ থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর