দেশের ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিজিএমইএ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ।
পোশাক শিল্পে নূন্যতম মজুরি ও বর্তমান শ্রম পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ সভাপতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকার এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কারখানার মালিকরা। তবে যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেগুলোতে কাজ চলমান থাকবে।
বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক ও আর্থিক- এ দ্বিমুখী চাপের মধ্যে কারখানা মালিকরা যখন টিকে থাকার সংগ্রামে লিপ্ত রয়েছেন, ঠিক তখন শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। বিশেষ করে শান্ত শ্রমিক গোষ্ঠীকে উসকানি দিয়ে অশান্ত করা হচ্ছে।
বিডি/ই/এমকে