দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, কারখানাটি চালু হলে দৈনিক হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে। সে হিসাবে বছরে উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার। এ সার দেশের মোট সারের চাহিদার ৪০ ভাগ মেটাবে। এতে সার আমদানির পেছনে ব্যয় হওয়া হাজার ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর