আইনের কঠোর প্রয়োগ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৩

নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবি আদায়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ, স্বল্প সময়ে দফায় দফায় অবরোধ ডাকছে সরকার বিরোধীরা। অবরোধ ঘিরে বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বাসে যাত্রীবেশে নাশকতাকারীদের আসাটা আরও কঠিন করতে কিছু নতুন পদ্ধতি চালু করেছে পুলিশ। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বলা হয়েছে, এসব বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

নতুন পদ্ধতি চালুর তথ্যসহ আইনের কঠোর প্রয়োগ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (১২ নভেম্বর) ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের বিষয়টি জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) . . মহিদ উদ্দিন।

নাশকতা প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) . . মহিদ উদ্দিন জানান, এসব নির্মম-নিষ্ঠুর কাজের ব্যাপারে দেশের প্রচলিত আইন খুবই কঠোর। নাশকতা প্রতিরোধে আরও কিছু পদ্ধতি (রোববার থেকে) নতুন করে শুরু করবে পুলিশ। আরও কিছু কাজ করা হবে, সেগুলো এখন বলতে চাইছি না।

এতো নিরাপত্তার পরেও বাসে কীভাবে আগুন দেওয়া হচ্ছে প্রসঙ্গে . . মহিদ উদ্দিন বলেন, পরিপূর্ণ নিরাপত্তা বলতে পৃথিবীতে আসলে কিছু নেই। বেশি চ্যালেঞ্জিং হচ্ছে চোরাগোপ্তা কিংবা ছদ্মবেশে হামলা। সম্প্রতি কিছু নমুনা দেখা যাচ্ছে এমন। যাত্রীবেশে চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা শতভাগ নির্মূল করা চ্যালেঞ্জিং। তারপরেও ডিএমপির পক্ষে যত ধরনের নিরাপত্তা পদ্ধতি প্রয়োগ করা যায়, সেটা করা হচেছ। আমাদের চেষ্টা আছে, এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা রোধে যাই কিছু করবো, সেটা আইনের মধ্যে থেকে করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর