ব্রিটিশ নাগরিক শামীমা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের তার দুই সহপাঠীদের নিয়ে যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান। সেখানে ইসলামিক স্টেটে যোগ দেন তিনি। তখন শামীমা বেগমের বয়স ছিল মাত্র ১৫ বছর। সেখানে নেদারল্যান্ডসের এক আইএস যোদ্ধাকে তিনি বিয়ে করেন।
এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান এক ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। আইএসের সর্বশেষ ঘাঁটি বাঘুজ থেকে পালিয়ে তিনি ওই শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তার ছেলে সন্তানের জন্ম হয়।
বার বার আকুতি জানানো পরও ব্রিটেনে ফিরতে পারছেন না শামিমা। এদিকে যুক্তরাজ্যে ফেরার সুযোগ দেয়া হবে না বলে সম্প্রতি রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে শামীমা বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দেখা গেছে। সিরিয়ার ক্যাম্পে তার পোশাক এবং চলাফেরা একেবারেই বদলে গেছে। ফ্যাশনেবল সানগ্লাস, চুলের ভিন্ন স্টাইল আর পশ্চিমা পোশাকে তাকে যেন চেনাই যাচ্ছিল না। ব্রিটেনে ফিরে যাওয়ার জন্যে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করছেন শামীমা।
আইটিভি নিউজ