রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাঙ্গালোরের ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি। ব্যক্তিগত সংগ্রহ ফিফটির পরপরেই তিনজনকেই ফিরতে হয় সাজঘরে। তবে শ্রেয়াশ আইয়ার এবং লোকেশ রাহুল দুজনেই ফিফটির পরও টিকে ছিলে পিচে, ব্যক্তিগত সংগ্রহ নিয়েছেন সেঞ্চুরিতে। এদের মাঝে সেরা ছিলেন শ্রেয়াশ আইয়ার। ফলাফল হিসেবে ম্যাচসেরার পুরস্কার অনুমিতভাবেই গেছে তার কাছেই।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আইয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রান পান তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে হাঁকালেন সেঞ্চুরি।
৪৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়ার পর তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁতে আইয়ারকে খেলতে হয় ৮৪ বল। সেঞ্চুরির পর রানের গতি যেন আরও বেড়ে যায়। এদিকে ডানহাতি এ ব্যাটারকে তার পারফরমান্সে সঙ্গ দেয় রাহুল। তিনিও সেঞ্চুরির দেখা পেয়েছেন। ডি লিডের বলকে ছক্কায় পরিণত করে ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন রাহুল। এরপরই সাজঘরে ফিরতে হয় রাহুলকে। তার সঙ্গ হারালেও ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আইয়ার। ১০ চার আর ৫ ছয়ে সাজানো ছিল তার অনবদ্য এ ইনিংস।
বিডি/এস/এমকে