পুঁজিবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৩

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ নভেম্বর)  দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ইউনিটের দাম বাড়ার তুলনায় দ্বিগুণের বেশি কমেছে। বড় পতন হয়েছে সবকটি মূল্যসূচকের। অপরদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ইউনিটের দাম বৃদ্ধির তুলনায় কমেছে প্রায় তিনগুণ। বাজারটিতেও সব মূল্যসূচকে বড় পতন হয়েছে। দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসইতে সব খাত মিলে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির দাম। আগের দিনের তুলনায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ছয় হাজার ২৫৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ্ দুই পয়েন্ট কমে এক হাজার ৩৫৯ পয়েন্টে আর ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট কমে দুই হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করে।

দিনভর বাজারটিতে ৪১৯ কোটি চার লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিনে  লেনদেনের পরিমাণ ছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাসে ৫০ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন কমেছে।

অপরদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমেছে  আগের দিনের তুলনায়। বাজারটিতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির ।  বিপরীতে দাম কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত থাকে ৭২টির দাম।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর