নওগাঁয় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩

নওগাঁর পোরশা উপজেলায় পিকআপের ধাক্কায় আইয়ুব আলী (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সরাইগাছি-সাপাহার সড়কের সরাইগাছি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী সরাইগাছি গ্রামের মোহাম্মদ নুরু ছেলে। প্রত্যক্ষদর্শী নরু’র স্বজনরা জানায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে সরাইগাছি বাজারে আসেন আইয়ুব আলী। কাজ শেষে বাড়িতে ফেরার পথে খাদ্যগুদামের পাশের সড়কের মোড় ঘুরছিলেন তিনি। এ সময় সাপাহারের দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুত্বতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মারা যাওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে শুনেছি। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর