মানুষ যেন হয়রানি না হয়: ডিসিদের প্রধানমন্ত্রী

১৮ জানুয়ারী ২০২২

দেশে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে  লক্ষ্য রাখতে ডিসিদের (জেলা প্রশাসক) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে বার্ষিক ডিসি  সম্মেলনে এ নির্দেশ দেন। তার আগে তিন দিনব্যাপী এ সম্মেলন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন।খবর বাসস।

এবারের সম্মেলনে কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামোসহ উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিভাগীয় কমিশনারদের পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এবং জেলা প্রশাসকদের পক্ষে চাঁদপুর ও রংপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও আসিফ আহসান।

এমকে


মন্তব্য
জেলার খবর