বঙ্গবন্ধুর জন্মদিন আজ, শুরু হচ্ছে ‘মুজিব চিরন্তন’

১৭ মার্চ ২০২১

আজ ১৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন।রাষ্ট্রীয়ভাবে
তাঁর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। এই উপলক্ষে একদিনের
সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ । আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি উদযাপনে নানা কর্মসূচী হাতে নিয়েছে। এদিকে মুজিব
শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোষিত টানা ১০ দিনের ‘মুজিব চিরন্তন’
কর্মসুচিও শুরু হচ্ছে আজ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ছিল ২০২০ সাল । জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ হিসেবে
পালনের সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয়ভাবে। কিন্তু পরবর্তীতে করোনার প্রকোপে অনেক কর্মসূচি স্থগিত
করা হয়। স্থগিত কর্মসুচি এবার উদযাপিত হতে যাচ্ছে, সেই সঙ্গে কলেবরও কিছুদিন বাড়ানো
হয়েছে মুজিব শতবর্ষের । সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত
মুজিব শতবর্ষ পালিত হওয়ার কথা রয়েছে।
মুজিব শতবর্ষ উৎযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ‘মুজিব চিরন্তন’ কর্মসুচি ঘোষণা করে।
এই কর্মসুচিতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিদেশি অতিথিরা
অংশ নেওয়ার কথা আছে। বুধবার (১৭ মার্চ) বিকাল সাড়ে চারটায় রাজধানীর জাতীয়
প্যারেড স্কয়ারে এই কর্মসুচি উদ্বোধন হবে। প্রতিদিন আলাদা থিম-ভিত্তিক আলোচনা অনুষ্ঠান,
সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি
শ্রদ্ধা নিবেদন করা হবে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আলাদা আলাদা বাণী দিয়েছেন। বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ।
ক্রোড়পত্র প্রকাশ করেছে সংবাদপত্রগুলো। অনলাইন গণমাধ্যম এবং টেলিভিশনে বিশেষ রিপোর্ট
এবং অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশজুড়ে দোয়া মাহফিলের পাশাপাশি এতিমদের মধ্যে
বিতরণ করা হবে উন্নতমানের খাবার।
সকাল সাড়ে ৬ টায় ঢাকায় বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার

প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য
অর্পণ হবে। বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান। আগামী
রোববার (২১ মার্চ) সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে
অনুষ্ঠিত হবে আলোচনা সভা ।
‘মুজিব চিরন্তন’ কর্মসূচির মধ্যে- ১৭ মার্চের আয়োজন ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ থিমে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি থাকবেন, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহীম মু. সালেহ উপস্থিত থাকবেন, চীনের প্রেসিডেন্ট শি
জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভিডিওবার্তা দেবেন। ১৮ মার্চ আয়োজন
‘মহাকালের তর্জনী’ থিমে শুভেচ্ছা বক্তব্য দেবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ১৯ মার্চের
অনুষ্ঠান ‘যতকাল রবে পদ্মা যমুনা’তে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ২০ মার্চ ‘তারুণ্যের আলোকশিখা’ তে ওআইসি’র সেক্রেটারি
জেনারেল ড. ইউসেফ আল ওথাইমিন শুভেচ্ছা বক্তব্য দেবেন। ২১ মার্চের আয়োজন ‘ধ্বংসস্তূপে
জীবনের গান’ -এ দেশীয় একাডেমিশিয়ানরা বক্তব্য দেবেন। ২২ মার্চ ‘বাংলার মাটি আমার
মাটি’ অনুষ্ঠোনে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা
দেবী ভাণ্ডারী উপস্থিত থাকবেন; জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা শুভেচ্ছা বার্তা দেবেন। ২৩
মার্চ ‘নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা’ আয়োজনে ইউনেস্কোর ডিজি উপস্থিত থাকবেন। ২৪ মার্চ
‘শান্তি-মুক্তি ও মানবতার অগ্রদূত’ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং উপস্থিত থাকবেন;
পোপ ফ্রান্সিস শুভেচ্ছা বার্তা দেবেন। ২৫ মার্চ ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’
আয়োজনে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন এবং তাকাশি হাওয়াকাওয়ার পুত্র ওসামু
হাওয়াকাওয়া শুভেচ্ছাবার্তা দেবেন। ২৬ মার্চের আয়োজন ‘স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির
সুবর্ণরেখা’ তে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা
খাতুন।
এমকে


মন্তব্য
জেলার খবর