মন্তব্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে চবি ছাত্রদল। সোমবার (১৩ নভেম্বর) রাত ৩ টায় বাইসাইকেলে ব্যবহার করা হয় এমন একটি পাইপ তালা ঝুলিয়ে দেওয়া হয় সেখানে। তালার সঙ্গে "অবরোধ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল" লেখা সংবলিত প্ল্যাকার্ড ঝোলানো ছিল।
ধারণা করা হচ্ছে- সরকার পদত্যাগের একদফাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপি আহতু অবরোধের অংশ হিসেবে এ তালা দেওয়া হয়। চবির ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক বলেন, প্রশাসনিক ভবনে এমনিতেই রাতে তালা দেওয়া থাকে। তারা আতঙ্ক সৃষ্টির জন্য রাতের অন্ধকারে চুপিচুপি এসে ছোট একটা তালা ঝুলিয়ে চলে গেছে। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা পরে সে তালা খুলে দিয়েছে।
বিডি/সি/এমকে