বোরো আবাদে বড় প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩

বৈশ্বিক অর্থনৈতিক সংকট ঘণীভূত হচ্ছে। খাদ্যের উপর চাপ পড়ার আশঙ্কা রয়েছে। সরকার চায় বৈশ্বিক সংকটকালেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে। প্রধানমন্ত্রী বার বার বলেছেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি পড়ে না থাকে। এদিকে আগামী বোরো মৌসুমে ধানের আবাদ উৎপাদন বাড়াতে বড় আকারের প্রণোদনা দেবে সরকার। দুই ধাপে মিলে প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। দুই ধাপে সারা দেশের প্রায় সাড়ে ২৯ লাখ ক্ষুদ্র প্রান্তিক কৃষক এ প্রণোদনা পাবেন।

প্রথম ধাপে হাইব্রিড জাতের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয় গত মাসে। পরিমাণে ৯০ কোটি টাকা। সারা দেশ মিলে প্রায় সাড়ে ১৪ লাখ কৃষক এ  প্রণোদনার আওতায় আনা হয়েছে। এ ধাপের প্রণোদনা মাঠ পর্যায়ে বিতরণ চলছে। এ প্রণোদনার আওতায় নির্ধারিত পরিমাণ সার ও বীজ দেওয়া হচ্ছে বিনামূল্যে।

এদিকে সোমবার (১৩ নভেম্বর) দ্বিতীয় ধাপে উচ্চফলনশীল (উফশী) জাতের ক্ষেত্রে ১০৭ কোটি ৬২ লাখ টাকা প্রণোদনা দেওয়ার কথা জানায় কৃষি মন্ত্রণালয়। এ বিষয়ে আদেশ জারি হয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে। মাঠ পর্যায়ে শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হবে এ প্রণোদনা।

দ্বিতীয় ধাপের আওতায় সারা দেশের ১৫ লাখ ক্ষুদ্র প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। এসব কৃষকের প্রত্যেকে এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর