সারা দেশে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সরকারি স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এসব স্থাপনা উদ্বোধন করার কথা রযেছে তার।
জানা গেছে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা। ভবনগুলোতে ছয় লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনও সুবিধা পাবেন। ভবনগুলোতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
এছাড়া সরকারি স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০তলা বিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং সিলেট, বরিশাল, রংপুর ও যশোরে চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই)’র নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম।
বিডি/এন/এমকে