পিটার হাস কী থেমে যাবেন?

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ তৎপর রয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক পাড়ায়। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয়নি। তারা চায় অবাধ সুষ্ঠু নির্বাচন।

সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং হয়, সেখানে আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত সক্রিয় হয়ে উঠায় পিটার হাস কি থেমে যাবেনসাংবাদিকেরদ এমন প্রশ্নের জবাবে বিষয়টি জানান ম্যাথিউ মিলার।

বাংলাদেশর নির্বাচনে পিটার হাসের ভূমিকা সংক্রান্ত প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নির্বাচনে সরকার কারা গঠন করবে, সেটা ঠিক করার দায়িত্ব দেশের জনগণের। যুক্তরাষ্ট্রের অবস্থান অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ঠিক করবে দেশের জনগণ। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির নাগরিকদের নির্ধারণ করা উচিত।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর