চলতি বছরে ক্রিকেট বিশ্বকাপ জয়ে ভারতের সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল। তবে সেমিফাইনালের আগে সতর্ক থাকতে হবে তাদের, রোহিত শর্মাদের অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা উইকেটরক্ষক সৈয়দ কিরমানি।
১৯৮৩ সালের বিশ্বকাপপে ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ টেনে এনে এমন সতর্কতার কথা জানান তিনি । ১৯৮৩ বিশ্বকাপে ভারতের শ্রেষ্ঠত্ব অর্জনকালে উইকেটের পেছনে ভরসা ছিল সৈয়দ কিরমানির হাত। আবার জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের ১৭৫ রানের ইতিহাস গড়া ইনিংস খেলার সময় তাকে সঙ্গ দিয়েছিলেন এ কিরমানি।
৭৩ বছর বয়সী কিরমানি গণমাধ্যমকে জানান, ১৯৮৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে হালকাভাবে নেয়। এ হালকাভাবে দেখার মাশুল দিতে হয়েছিল ক্যারিবীয়দের। ১৮৪ রানের টার্গেট নিযে খেলতে নেমে ৪৩ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিডি/এস/এমকে