তফসিল বিষয়ে বুধবার বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানী ঢাকা নির্বাচন ভবনে বিকালে এ বৈঠকের পর তফসিল ঘোষণা করা হতে পারে।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে সোমবার নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিদের জানান, নভেম্বরর প্রথমার্ধে তফসলি ঘোষণা হবে, প্রথমার্ধের দিন সামনে আছে। অপেক্ষা করুন।

এর আগে গত নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তাঁকে অবগত করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।  এদিকে তফসিল ঘোষণা না করতে বিরোধিতা করে আসছে সরকারবিরোধী দলগুলো। একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচনের পরদিন থেকে লাগাতার অবরোধ, হরতালের দেওয়ার কথা বলেছেন তারা।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর