দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না- এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। বাংলাদেশ এখন একটা মর্যাদাশীল দেশ, উন্নয়নের রোল মডেল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এসব অবকাঠামোর।
দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন হয়তো তফসিল ঘোষণা দেবে।
দেশের মানুষের ভোটের অধিকার ও তার দলের সরকার গঠন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো দিন সরকার গঠন করেনি আওয়ামী লীগ। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিতে আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমালোচনা করেন।
বিডি/এন/ এমকে